নয়াদিল্লি: ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের বড় ধরনের নাশকতার চক্রান্ত ব্যর্থ করলে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার এই দলের তিন জঙ্গিকে গ্রেফতার করেছে তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার জঙ্গি আবু হামজাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইন্ডিয়ান মুজাহিদিনের তিন সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের গ্রেফতার করে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও ম্যাপ উদ্ধার হয়েছে।
দুজনকে দিল্লির কুতুবমিনার এবং একজনকে পূর্ব মন্দারমনি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।
জঙ্গিরা দিল্লি হাইকোর্ট বিস্ফোরণ ও মহারাষ্ট্রের পুনের বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের অনুমান। এব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই তিন জঙ্গি ইন্ডিয়ান মুজাহিদিনের প্রধান ইয়াসিন ভাটকলের অন্যতম সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর আগস্টে পুনেতে জঙ্গলি মহারাজ রোডে ৪০ মিনিট অন্তর কম ক্ষমতা সম্পন্ন চারটি সিরিয়াল বিস্ফোরণে একজন আহত হন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
আরডি/আরআর