কলকাতা: খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের(এফডিআই)বিরোধীতায় অনড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার মমতা সরকারকে এফডিআই’র সুফল বুঝাতে উদ্যোগী হয়েছে ভারতের শীর্ষ বণিকসভা অ্যাসোচেম।
বৃহস্পতিবার মহাকরণে অ্যাসোচেমের সেক্রেটারি জেনারেল ডি এস রাওয়াত রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্রের সঙ্গে বৈঠক করেন এ বিষয় নিয়ে।
মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে তারা আগ্রহী বলে এদিন জানান রাওয়াত ৷
তিনি বলেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে লাভ হবে গ্রামীণ অর্থনীতির৷ দেশের বেহাল অর্থনীতিকে অক্সিজেন যোগাতে এফডিআইকে মেনে নিতেই হবে।
বিভিন্ন রাজ্যের বিরোধিতা নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়ে তিনি বলেন, রাজনীতির লড়াইয়ে ক্রমাগত উপেক্ষিত হচ্ছে জাতীয় অর্থনীতি৷
উল্লেখ্য, অ্যাসোচেম সভাপতি রাজকুমার ধুত ইতিমধ্যেই ভারতের সব রাজনৈতিক দলকে আর্জি জানিয়ে বলেছেন, খুচরা বাজারে এফডিআইকে সমর্থন করুন।
এর পাশাপাশি যেসব রাজ্য খুচরা ব্যবসায় এফডিআইয়’র বিরোধিতা করছে, সেইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন তারা ৷এই পরিপ্রেক্ষিতেই এদিন মুখ্যসচিব সঞ্জয় মিত্রের সঙ্গে বৈঠক করেন ডিএস রাওয়াত ৷
বাংলাদেশ সময়: ০152 ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
আরডি/এসএনএইচ