কলকাতা: পশ্চিমবঙ্গের বাকুঁড়া জেলার দামোদর ভ্যালি করপোরেশনের (ডিভিসি) খালে আটকে গেল তিনটি হাতি।
বৃহস্পতিবার রাতে খাল পেরোতে গিয়ে পানির তোড়ে ভেসে যায় তারা।
এলাকার মানুষ জানিয়েছে, বাঁকুড়ার ধনসিমলায় রাতে ডিভিসির খাল পেরোচ্ছিল প্রায় ১৫০টি বন্যহাতির একটি দল। তার মধ্যে থেকেই তিনটি পানি তোড়ে ভেসে যায়।
ডিভিসির থেকে জানানো হয়েছে, একটিকে বনকর্মীরা উদ্ধার করে। অন্য দুটি হাতি খালের স্লুইস গেটে আটকে রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে বনকর্মী ও পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
আরডি/আরআর