কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার এফডিআইয়ের পক্ষে দুর্গা পূজার পরই পুরোদমে পাল্টা প্রচারে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস।
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ কেন প্রয়োজন, তা নিয়ে শুক্রবার রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।
রাজ্য কংগ্রেসের সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, দেশের স্বার্থে আর্থিক সংস্কার এবং রাজ্যের বিকাশের প্রয়োজনে এ রাজ্যেও এফডিআই জরুরি। এফডিআই এলে কৃষক থেকে ক্রেতা দু’পক্ষই লাভবান হবেন। দালালদের দৌরাত্ম্য কমবে।
রাজ্যের বিকাশ বন্ধ করতে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একযোগে এফডিআইয়ের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে তিনি বলেন, যারা বাংলাকে রক্ষা করতে পারছেন না, তারা আবার ভারত নিয়ে ভাবছেন!
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর