ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডিজেলের মূল্যবৃদ্ধি: সরকার না বাড়লেও যাত্রীরা বাড়ালেন বাসভাড়া!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

কলকাতা: যাত্রীরা নিজের তাগিদেই বাসভাড়া বাড়াতে এগিয়ে এলেন। রাজ্য সরকারের তোয়াক্কা না করে শনিবার এই নিয়ম চালু করলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার আমতলা থেকে বজবজ বাসরুটের যাত্রীরা।



সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই বাস মালিকদের। তাই মালিকেরা কম বাস রাস্তায় নামাচ্ছেন। ফল ভুগতে হচ্ছে মানুষকেই। তাই এই সমস্যা সমাধানে আন্দোলনে নেমেছেন দক্ষিণ শহরতলীর দুই বাসরুটের নিত্যযাত্রীরা।

তাদের চাপে বাড়তি ভাড়ার অনুমোদন দিয়েছে দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিবহন দফতর। রুট দু’টি হলো আমতলা-বজবজ রুটের ৭৬/১, এসডি ৩০/১ বাস। সেই বর্ধিত ভাড়ার তালিকা টাঙিয়ে বাস চলছে ওই দু’টি রুটে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।