আগরতলা (ত্রিপুরা): রোববার মহাসপ্তমী। শারদোৎসবের প্রথম দিন।
শারদোৎসব উপলক্ষে স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। সন্ধ্যা হতেই রাস্তায় জনস্রোত শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রচণ্ড ভিড়।
বিকাল চারটা থেকেই ট্রাফিক দপ্তর শহরের প্রধান রাস্তাগুলোতে যান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। এ সময় নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেই দিকে নজর দিয়েছে আরক্ষা প্রশাসন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক কর্মীও নিযুক্ত করা হয়েছে। নিযুক্ত করা হয়েছে এন সি সি থেকে ছেলেমেয়েদেরও।
সপ্তমীর সন্ধ্যাতেই শহর সেজে উঠেছে আলোক সাজে। চারদিকে বাজছে রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলালের গান। রাস্তার বিভিন্ন মোড়ে বসেছে বইয়ের স্টল। বিভিন্ন শারদীয়া সংখ্যা থেকে মার্ক্সীয় সাহিত্য বিক্রি হচ্ছে তাতে।
রাজ্যের ৮টি জেলায় এবার দুর্গাপূজার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এর মধ্যে আগরতলা শহরে দুর্গাপূজার সংখ্যা ৩৫০টি। রাজ্য পুলিশ সদর দপ্তর জানিয়েছে এ খবর।
গত বছরের তুলনায় এবার রাজ্যে সার্বজনীন শারদোৎসবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই ৩৫০টি পূজামণ্ডপের সামনে প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শহরের প্রায় অধিকাংশ বড় বাজেটের পূজামণ্ডপের উদ্বোধনও হয়েছে শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিন। শহরের নামী দামী মানুষ জন এবং মন্ত্রী বিধায়করা এসব মণ্ডপ উদ্বোধনে যাচ্ছেন।
বিভিন্ন জায়গায় বহিরাজ্য থেকেও শিল্পীদের আনা হচ্ছে মণ্ডপ উদ্বোধনের জন্য। বৃহত্তম সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে উৎসাহ তুঙ্গে। বিশেষ করে শহরবাসী বছর ঘুরে আবারো এই দিনটির জন্য গভীরভাবে আগ্রহ প্রকাশ করছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
প্রতিনিধি/ জেডএম