ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির বাসে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদমুখর ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজধানী দিল্লিতে মেডিকেল কলেজছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদমুখর ত্রিপুরার নারীরা।

গত সোমবার রাতে দিল্লিতে এক ছাত্রীকে ধর্ষণ করে ছয় দুষ্কৃতকারী।

শুধু ধর্ষণ করেই খান্ত হয়নি দুর্বৃত্তরা। মেয়েটিকে নৃশংসভাবে হত্যাও করে তারা।

এ ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশের নারী সমাজ। মঙ্গলবার সংসদে এ ঘটনায় ঝড় বয়ে যায়। প্রায় সব মহিলা সাংসদ সরকারকে আক্রমণ করেন। সরকারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতিও দেওয়া হয়।

এদিকে, এ ধর্ষণের প্রতিবাদে বুধবার বিকেলে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন মহিলারা। রাজ্যের প্রতিটি জায়গায় এ ধরনের নারী বিক্ষোভের উদ্যোক্তা ছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।