আগরতলা (ত্রিপুরা): রাজধানী দিল্লিতে মেডিকেল কলেজছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদমুখর ত্রিপুরার নারীরা।
গত সোমবার রাতে দিল্লিতে এক ছাত্রীকে ধর্ষণ করে ছয় দুষ্কৃতকারী।
এ ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশের নারী সমাজ। মঙ্গলবার সংসদে এ ঘটনায় ঝড় বয়ে যায়। প্রায় সব মহিলা সাংসদ সরকারকে আক্রমণ করেন। সরকারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতিও দেওয়া হয়।
এদিকে, এ ধর্ষণের প্রতিবাদে বুধবার বিকেলে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন মহিলারা। রাজ্যের প্রতিটি জায়গায় এ ধরনের নারী বিক্ষোভের উদ্যোক্তা ছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস