কলকাতা : ‘রাজার রাজা’। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভ ভাই প্যাটেলের সঙ্গে এক আসনে বসিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই শিরোপাই দিলেন অনিল আম্বানি।
ভাইব্র্যান্ট গুজরাট-২০১৩ সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে বিনিয়োগ টানার ক্ষেত্রে মোদীর চুম্বক-ক্ষমতার কথা বারবার মনে করেছেন অনিল।
রিয়ায়েন্সকে গুজরাটি সংস্থা বলে ডাকায় তিনি গর্ব বোধ করেন। গুজরাট থেকেই যাত্রা শুরু রিলায়েন্সের। ফের তারা এই রাজ্যে বিনিয়োগ করতে এসেছেন। এই প্রতিশ্রুতিই ছিল অনিল আম্বানির বক্তব্যের মূল সুর।
অনিল আম্বানি বলেন, ‘আমি একটি ছবি আঁকার চেষ্টা করছি। ২ অক্টোবর ১৮৬৯, পোরবন্দর, গুজরাট। জন্ম হয়েছিল জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর। ৩১ অক্টোবর ১৮৭৫, নারিয়াল, গুজরাট। জন্ম হয়েছিল ভারতের লৌহমানব, সর্দার বল্লভভাই প্যাটেলের। ২৮ ডিসেম্বর ১৯৩২ চোরওয়াদ, গুজরাট। ধীরুভাই আম্বানির জন্ম। ১৭ সেপ্টেম্বর, ১৯৫০, ভাদনগর, গুজরাট। জন্ম হয় নরেন্দ্র মোদীর। ’
মোদির ভূয়সী প্রশংসা করেন রতন টাটাও। জানান, যখনই কোনও বিনিয়োগকারী বিনিয়োগ করার কথা ভাবেন, তিনি এমন জায়গা খোঁজেন যেটি বিনিয়োগ-বান্ধব। গুজরাট সে দিক থেকে ভারতের মধ্যে একেবারেই স্বতন্ত্র। এর পুরো কৃতিত্বটাই নরেন্দ্র মোদীর প্রাপ্য।
অতীতের প্রসঙ্গ স্মরণ করে তিনি জানান, ‘প্রথম বার গুজরাট সফরে এসে আমি বলেছিলাম যারা এখানে বিনিয়োগ করবেন না, ভুল করবেন। দ্বিতীয় বারের সফরে আমিও ওই তালিকায় ছিলাম। কিন্তু এখন আমরা গুজরাট রাজ্যে বিনিয়োগ ও প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৪ হাজার কোটিতে নিয়ে গিয়েছি।
১১ জানুয়ারি তিন দিনব্যাপী ভাইব্রান্ট গুজরাট ২০১৩ সম্মেলনের উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ভারতের ২২টি প্রদেশের ৫০০ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছে সম্মেলনে। ১০৫টি দেশের ১৮০০ বেশি প্রতিনিধি অংশ নেবে সম্মেলনে। ১৩ জানুয়ারি শেষ হবে সম্মেলন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর