ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দত্তক নেয়া যাবে বাঘ-সিংহ-কুমিরের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, ফেব্রুয়ারি ১১, ২০১৪
দত্তক নেয়া যাবে বাঘ-সিংহ-কুমিরের

আগরতলা (ত্রিপুরা) : এবার শুধু মানবশিশু নয়- দত্তক নেওয়া যাবে বাঘ, সিংহ, কুমির বা গণ্ডার? এ ধরনের বন্য পশুকে যেকেউ ইচ্ছা করলে দত্তক নিতে পারবেন।

শুনে হয়তো অনেকেই ভ্যবাচাকা খেয়েছেন? কিন্তু তাই বাস্তব।

এখন থেকে ইচ্ছা করলে অনায়াসে দত্তক নিতে পারেন কোন সিংহ বা মেঘলা চিতা।

তবে এ ধরনের বড় পশু দত্তক নিতে একটু বেশি টাকা খরচ করতে হতে পারে। তার চেয়ে বরং অল্প টাকায় আপনি দত্তক নিতে পারেন কোন বাঁদরকে।

ত্রিপুরার সিপাহিজলা অভয়ারণ্য এবং বন দপ্তরের কর্মকর্তারা মিলে এক নতুন দত্তক নেবার প্রকল্প চালু করেছে রাজ্যে। যাতে যে কেউ ইচ্ছা করলে দত্তক নিতে পারবে সিপাহিজলা অভয়ারণ্যে থাকা বন্য পশু।

ভারতের অল্প কিছু রাজ্যে চালু আছে পশু দত্তক নেবার এই ব্যবস্থা। উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই একমাত্র এই ব্যবস্থা চালু করা হয়েছে। জানিয়েছেন ত্রিপুরার মুখ্য বন্যপ্রাণি সংরক্ষক অতুল গুপ্তা।

আগরতলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সিপাহিজলা অভয়ারণ্য। সেখানে রয়েছে ৫৫ প্রজাতির ৬৫৬টি প্রাণি। বেশির ভাগই রয়েছে খাঁচা বন্দি। এই খাঁচা বন্দি প্রাণিগুলিকেই দত্তক দেবার ব্যবস্থা চালু হয়েছে।

কিন্তু দত্তক নেবার পর কোন প্রাণিকে ইচ্ছা করলে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না। জানিয়েছেন, অতুল গুপ্তা। তিনি জানান, আপনি কোন ধরনের প্রাণি দত্তক নেবেন তার জন্য আলাদা দর বা দাম ঠিক করা আছে।

সবচেয়ে কম রয়েছে ৫ হাজার টাকা। এবং সবচেয়ে বেশি হল ২ লক্ষ ৮১ হাজার টাকা। বন্যপ্রানী ভেদে এই টাকার পরিমাণ ঠিক হয়। ওই টাকা জমা দিতে হবে অভয়ারণ্য কর্তৃপক্ষের কাছে। তার বিনিময়ে প্রশংসাপত্র দেওয়া হবে।

যে প্রাণিটি দত্তক হবে তার খাঁচার বাইরে একটি নাম ফলকে লেখা থাকবে যিনি নেবেন তার নাম। জানানো হবে এই প্রাণিটি তিনি দত্তক নিয়েছেন। দত্তক নেয়া যাবে নির্দিষ্ট একটি সময়ের জন্য।

মূলত দুটি কারণের জন্য এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এক বন্য প্রাণিদের সম্পর্কে মানুষকে আরও সচেতন করা, বন্য পশুদের প্রতিও মানুষ যাতে সচেতন হয় তার ব্যবস্থা করা এবং দ্বিতীয় হল অভয়ারণ্যের আয় বাড়ানো।

এখন পর্যন্ত চার জন এই ভাবে দত্তক নিয়েছন। যার মধ্যে রয়েছে ২৩ বছর বয়সী ডাক্তারি পড়ুয়া ছাত্রী মহেশ্বেতা সাহা। সে ছয় মাসের জন্য দত্তক নিয়েছে একটি অজগর। আর ও এন জি সি’র এক ইঞ্জিনিয়ার দত্তক নিয়েছেন রয়েল বেঙ্গল টাইগার। দুজনেই খুশি তাদের নতুন দত্তক নেয়া অতিথিদের নিয়ে।

কোন কোন প্রাণিকে দত্তক নেয়া যাবে তারও একটি তালিকা প্রস্তুত করেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে, গণ্ডার, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, হিমালয়ান ভাল্লুক, ময়ূর, অজগর, ধনেশ, মেঘলা চিতা বিবিধ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।