আগরতলা (ত্রিপুরা): ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন ত্রিপুরার রিয়াং শরণার্থী শিবিরে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধ ও বৃহস্পতিবারও সেখানে ভোট হবে। ত্রিপুরায় আশ্রয় নেওয়া মিজোরামের রিয়াং শরণার্থীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শরণার্থী শিবিরের ভোটাররা কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তা নিয়ে বেশ কয়েকদিন যথেষ্ট আলোচনা-সমালোচনা চলে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রিপুরায় আশ্রয় নেওয়া রিয়াং শরণার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবে। সে সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার শরণার্থী শিবিরেরে বাসিন্দারা পোস্টাল ব্যালটেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবার দেশের লোকসভা নির্বাচন নয় দফায় হচ্ছে। প্রথম দফার নির্বাচন হবে ৭ এপ্রিল। সেদিনই আক্ষরিক অর্থে ষোড়শ লোকসভা নির্বাচন শুরু হবে বলা যায়। কিন্তু সেই শুরুর আগে মঙ্গলবার ভোট দিলেন শরণার্থী শিবিরে থাকা মানুষ।
প্রায় ১৭ বছর আগে জাতিগত সংঘর্ষের জেরে মিজোরাম থেকে পালিয়ে এসে রাজ্যে আশ্রয় নেন রিয়াং সম্প্রদায়ের মানুষরা। কাঞ্চনপুরের সাতটি ক্যাম্পে প্রায় ৪২ হাজার শরণার্থী অবস্থান করছেন।
বারবার এদের ফিরিয়ে নেবার কথা হলেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয় নি। ত্রিপুরা সরকারও বারবার কেন্দ্র এবং মিজোরাম সরকারকে চাপ দেয় এই শরণার্থীদের ফিরিয়ে নেবার জন্য। কিন্তু এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও রিয়াং সম্প্রদায়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা রয়ে গেছে ত্রিপুরার শরণার্থী শিবিরেই।
শরণার্থী শিবিরে ৪২ হাজার মানুষ থাকলেও মাত্র সাড়ে ১১হাজার মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়। মঙ্গলবার প্রায় ৫ হাজার মানুষ ভোট দেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪