ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশি শিক্ষার্থীদের নৃত্যনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
কলকাতায় বাংলাদেশি শিক্ষার্থীদের নৃত্যনুষ্ঠান কলকাতার আইসিসিআর সভাগৃহে বাংলাদেশি ছাত্রদের পরিবেশনায় এক নৃত্যনুষ্ঠান

কলকাতা: দক্ষিণ এশিয়ার শাস্ত্রীয় নৃত্যকে যুব সমাজের কাছে পৌঁছে দিতে কলকাতার আইসিসিআর সভাগৃহে বাংলাদেশি ছাত্রদের পরিবেশনায় এক নৃত্যনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে আইসিসিআর এবং ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য শিক্ষা কেন্দ্র উপাসনা সেন্টার ফর ডান্সের ভারত-বাংলাদেশের ছাত্রদের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন ভারতের বিখ্যাত নৃত্য গবেষক ড. নীনা প্রসাদ এবং শ্রীমতি লুনা পোদ্দার।



আয়োজকদের পক্ষে ভারতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র এস এম হাসান ইস্তিয়াক ইমরান বাংলানিউজকে বলেন, ভারত এবং বাংলাদেশে শাস্ত্রীয় নৃত্য শৈলীর প্রচারের বিষয়ে অনেক দিন ধরেই কাজ করছে উপাসনা সেন্টার ফর ডান্স। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপাসনা সেন্টার ফর ডান্স–এর শিক্ষক গুরু আসিম বন্ধু ভট্টাচার্য বাংলানিউজকে জানান, সঙ্গীত, নৃত্যের কোনো সীমানা হয় না। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক  উৎসাহী মানুষ ভারতে নৃত্য শিক্ষা নিচ্ছেন।

এ বিষয় নিয়ে তিনি দুই দেশের সরকারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য নিয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রী মৌমিতা র‍ায় জয়া বাংলানিউজকে জানান, দুই দেশের যুব সমাজকে সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে খুব সহজেই একে পরের সংস্কৃতি সম্পর্কে উৎসাহী করে তোলা যায়।

আগামী দিনে দুই দেশের শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানান জয়া।

এদিকে নৃত্য শিল্পী পদ্মশ্রী রানি কর্নাকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ২৩২০  ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।