ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূর্ব ত্রিপুরায় ভোট শনিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
পূর্ব ত্রিপুরায় ভোট শনিবার

আগরতলা (ত্রিপুরা): শনিবার ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে এদিন।

এবার নয় ধাপে নির্বাচনে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে দেশটির নিবার্চন কমিশন।

এদিকে পূর্ব ত্রিপুরায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন দপ্তর। কারণ যেসব এলাকায় ভোট দীর্ঘ সময় এরমধ্যে ত্রিপুরা হচ্ছে সন্ত্রাস কবলিত।

শনিবার পূর্ব ত্রিপুরা আসনে ভোট নেওয়া শেষ হলে রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে চতুর্থ দফার ভোটের জন্য সবর প্রচার। ‌ ত্রিপুরায় ভোট হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের জন্য। শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ব ত্রিপুরা আসনে ১১ লাখ ৩৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পূর্ব ত্রিপুরা আসনে ১ হাজার ৪৯০ ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৮ টি কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ৪০০ টিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেছে স্থানীয় প্রশাসন।

এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে ৩৫ কোম্পানি আধা সামরিক বাহিনী আনা হয়েছে। এছাড়া ৮৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তও সীল করে দেওয়া হয়েছে।

স্থানীয় নির্বাচন দপ্তর সূত্র জানায়, পূর্ব ত্রিপুরা আসনে ৫ লাখ ৮০ হাজার ৪৯৭ জন পুরুষ ভোটার এবং ৫ লাখ ৫৮ হাজার ২৬৮ জন নারী ভোটার রয়েছেন। রাজ্যের ৬টি জেলা ঘিরে রয়েছে পূর্ব ত্রিপুরা আসন।

দক্ষিণ ও গোমতী জেলার কিছু অংশ, উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলা জুড়ে এই আসন গঠিত।

পশ্চিম ত্রিপুরা আসনের মতো এখানেও এবার রেকর্ড সংখ্যক প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী।   দুইজন নারী প্রার্থীও রয়েছেন।

তবে বামফ্রন্টের সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেসের সচিত্র দেববর্মার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়া ভোটের ময়দানে আছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তৃণমূল কংগ্রেস, প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস, সিপিআই (এমএল) এর প্রার্থীরও। ‌
 

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।