ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর বিরুদ্ধে এক হাত নিলেন মমতা

সুকুমার সরকার, কলকাতা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
মোদীর বিরুদ্ধে এক হাত নিলেন মমতা

কলকাতা: এবার বিজেপি সুপ্রীমো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শুক্রবার নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, টাকা বিলিয়ে আর দেদারছে মিথ্যা প্রচার চালিয়ে নেতা বানানো হচ্ছে৷

একইসঙ্গে কংগ্রেস ও সিপিএমের চক্রান্ত নিয়েও সরব হয়েছেন তিনি৷

মমতা বলেন, ভারতে এ ধরনের রাজনীতি কখনো ছিল না৷ এবার সেটাই হচ্ছে৷ আগেই নরেন্দ্র মোদীর প্রচারণাকে গ্যাস বেলুন বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, মানুষের ভোট পাবে না বিজেপি৷

ভারতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিপুল টাকা খরচ করে ‘গুজরাট মডেল' তুলে ধরার চেষ্টার বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, বর্তমানে দেশের রাজনীতি বইছে উল্টো খাতে৷ এখন টাকা দিয়ে নেতা তৈরি হচ্ছে৷

মমতা আরো বলেন, বাংলায় বিজেপি বলে কিছু নেই৷ শুধু টাকা দিয়ে গ্যাস বেলুন ফোলানো হয়েছে৷ ভোটের পরই  চুপসে যাবে৷ বিজেপি লোকসভা ভোটে শুধু প্রচারের জন্যই প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছে।



মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ হোক বা পরিকল্পনা খাতে বরাদ্দ, উন্নয়নের সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে গুজরাট৷ কিন্তু এমনভাবে প্রচার চালানো হচ্ছে যে, গুজরাটেই দেশের মডেল হবে৷ আর এই কাজটা নিপুণভাবে করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে৷ অর্থের বিনিময়ে এই প্রচারই নেতা তৈরি করে দিচ্ছে দেশের মানুষের সামনে৷              

হুগলি জেলার তারকেশ্বর এবং হাওড়া জেলার জগতবল্লভপুর ও উলুবেড়িয়ায় তিনটি সভা করেন মমতা৷ প্রতিটি সভা থেকেই বিজেপি, কংগ্রেস ও সিপিএমের ‘অশুভ' জোটকে তুলোধোনা করেন তিনি৷ কেন্দ্রে কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী৷ 

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে দিল্লি৷ এনাফ ইজ এনাফ৷ কাজের প্রতিযোগিতায় না পেরে এখন শুধু নালিশ করে চলেছে কংগ্রেস৷ আর সিপিএমের অবস্থা ‘কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ'-এর মতো বলে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী৷ কখনও কংগ্রেস আবার কখনও বিজেপিকে ধরে দিল্লিতে যেতে চাইছে৷

মমতা বলেন, এমনভাবে ভোট দিন, যাতে বাংলার অধিকার ছিনিয়ে নিতে পারি৷ এবারের নির্বাচনে নতুন প্রজন্মকে ভোটে এগিয়ে দিয়েছি৷

এ প্রসঙ্গে তিনি জানান, ছাত্র রাজনীতি করার সময় থেকেই পরের প্রজন্মকে তৈরি করে দিয়েছেন৷

এবারও ভোটে নবীনদের প্রার্থী করেছেন জানিয়ে বলেন, এমনভাবে তিনটি প্রজন্ম তৈরি করে দিয়ে যাব- আগামী ৫০ বছর তারাই দেশ চালাবে৷ রাজ্য চালাবে৷

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।