কলকাতা: সন্ত্রাস, বুথ দখল ও বিচ্ছিন্ন হিংসার অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো পশ্চিম বঙ্গে লোকসভার তৃতীয় দফার ভোটগ্রহণ। এদিন ভারতে সপ্তম দফায় ৮৯টি লোকসভা আসনে ভোট হয়, এরমধ্যে পশ্চিম বঙ্গের ৯টি আসন রয়েছে।
পশ্চিম বঙ্গের বিরোধী দল ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআই-এম), জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি-বিজেপি ভোটে বিশৃঙ্খলার জন্য অভিযোগ দিলেও নির্বাচন কমিশন দাবি করেছে ভোট হয়েছে ‘শান্তিপূর্ণ’।
এর আগে দুই দফায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হলেও তৃতীয় দফার নির্বাচনে অশান্তির অভিযোগ এলো।
বিরোধী দল সিপিআই-এম এর তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার সরাসরি অভিযোগ করা হয়েছে। সিপিআইএম সূত্রে জানা গেছে, সীতারাম ইয়েচুরির নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বামফ্রন্ট প্রতিনিধি দল।
কংগ্রেসের তরফেও একই অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে বিজেপির তরফেও।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টি লোকসভা কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৪