কলকাতা: পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচনের আগে কলকাতায় এসে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী।
তিনি বললেন রাজ্যে প্রশাসন ভেঙ্গে পড়েছে।
রাহুল গান্ধী বলেন, রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন একমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেরা। রাজ্যে টেট কেলেঙ্কারি ও সারদা কেলেঙ্কারি নিয়ে সমালোচনা করেন রাহুল।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২৬ হাজার কোটি রুপি দিয়েছিলো যা উন্নয়নের কাজে ব্যবহার করতে পারেনি রাজ্য সরকার।
রাহুল গান্ধী তার বক্তব্যে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। তিনি বলেন ধর্মের নামে, জাত-পাতের নামে ভোট চাইছেন মোদী।
তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কংগ্রেস যে কোন মূল্যে ধর্মনিরপেক্ষতা রক্ষা করবে।
রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে ভালো ছিলেন কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ।
তিনি বিগত বাম সরকারেরও সমালোচনা করেন।
কলকাতায় রাহুল গান্ধীর জনসভায় যথেষ্ট জনসমাগম হয়েছিলো। বিশেষ করে সংখ্যালঘুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৮ , ২০১৪