ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাহুল-মনমোহন দূরত্ব নিয়ে জল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৪
রাহুল-মনমোহন দূরত্ব নিয়ে জল্পনা

কলকাতা: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিশেষ নৈশভোজে রাহুল গান্ধীর অনুপস্থিতি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং থাকার কারণে রাহুল নৈশভোজে অংশগ্রহণ করেননি।

ফলে দুই রাজনীতিকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়ে কংগ্রেস জানায়, রাহুল গান্ধী বর্তমানে দেশের বাইরে। ফল ঘোষণার আগেই তিনি দেশে ফিরবেন।

আর দূরত্বের কথা উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতারা জানিয়েছেন, গত শনিবার রাহুল গান্ধী নিজে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়।

অপরদিকে সূত্রের খবর কংগ্রেস সরকার গঠনের জন্য তাদের সহযোগী দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সূত্রের খবর অনুযায়ী যারা বিগত দিনে কংগ্রেসকে সমর্থন করেছিল সেই দলগুলোর নেতাদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৫ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।