ঢাকা: ভারতীয় জনতা পার্টি-বিজেপির সাধারণ সম্পাদক বরুণ গান্ধী সুলতানপুর আসন থেকে জয় পেয়েছেন। এই আসনটি গান্ধী পরিবারের ‘খাসতালুক’ বলে পরিচিত আমেথির পাশেই।
সঞ্জয় গান্ধী ও মেনকা গান্ধীর ছেলে বরুণ এই আসনের অমিতা সিংকে পরাজিত করেন। ২০০৯ সালের নির্বাচনে বরুণ পিলভিট আসন থেকে জয় পেয়েছিলেন।
এবারের নির্বাচনে সুলতানপুর আসন থেকে নির্বাচন করার মূল লক্ষ্যই ছিল বাবা সঞ্জয় গান্ধীর উত্তরাধিকারকে সমানে নিয়ে আসা। ১৯৮০ সালে আমেথি আসন থেকেই কংগ্রেসের টিকেটে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী সাংসদ হয়েছিলেন।
অপরদিকে পরাজিত অমিতা সিং সাবেক ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন ও প্রাক্তণ সাংসদ সঞ্জয় সিং এর স্ত্রী। ২০০৯ সালে সঞ্জয় এই আসন থেকে জিতেছিলেন। পরে তিনি আসাম থেকে রাজ্যসভার সদস্য নির্বাচতি হন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১৬, ২০১৪