ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝড়ে টিকলেন মমতা-জয়ললিতা-নবীন

আউটপুট এডিটর কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪
ঝড়ে টিকলেন মমতা-জয়ললিতা-নবীন মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা ও নবীন পট্টনায়েক

ঢাকা: কার্যত ভারতের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ঝড়ে উড়ে গেল কংগ্রেস৷ তবে মোদীর ঝড়ে টিকে রইলেন পশ্চিবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে জয়ললিতা এবং উড়িষ্যায় নবীন পট্টনায়েক।


তিরিশ বছর আগে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর নির্মম নিহতের পর ভারত জুড়ে সহানুভূতির হাওয়ায় কংগ্রেস প্রায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেয়েছিল৷ তারপর একক গরিষ্ঠতা কখনও কোনও দল পায়নি৷ একক গরিষ্ঠতা নিয়েই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী দামোদর৷

এবার বিজেপি একাই ২৭২-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে৷ ২০১৪ সালে বিপুল গরিষ্ঠতা নিয়েই নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানা হচ্ছে ৭ নং রেস কোর্স রোড৷

তবে পশ্চিমবঙ্গের মাটিতে মোদী-ঝড় রুখে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এবার বিজেপি এ রাজ্যে ভাল ফল দেখিয়ে ২টি আসন পেয়েছে।

তবে এককভাবে লড়াই করে তৃণমূল পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ফল করেছে৷ মমতার তৃণমূল কংগ্রেস একাই ৩৪টি আসন জিতেছে৷ রাজ্য রাজনীতিতে যা রেকর্ড৷

এর আগে বামফ্রণ্ট ২০০৪ সালে এ বাংলায় ৩৬টি আসন জিতেছিল৷ কিন্তু সিপিএম এককভাবে ৩০-এর নিচে ছিল৷ সেই অর্থে মমতা এবারের ভোটে বিরাট সাফল্য পেল৷তিনি দেখিয়ে দিলেন সংখ্যালঘুদের ভোটব্যাংক এখন আর শুধু বামপন্থীদের হাতে নেই৷ সেটি এখন তাঁরই হাতে৷

মোটামুটি যা তথ্য তাতে তৃণমূল ৩৯ শতাংশ, আর দুটি আসন জিতে সিপিএম পাচ্ছে ২৯ শতাংশ৷ তবে বিজেপি বড় সাফল্য এ রাজ্যে পেয়েছে৷ ২টি আসন পেয়েছে৷ ভোটের শতাংশ ১৮৷ কংগ্রেস তাদের ছটির মধ্যে ৪টিতে জিতেছে৷ তৃণমূলের সমস্ত তারকাপ্রার্থীও জিতছেন৷

ভারতের জাতীয় রাজনীতিতে গো-বলয়ের রঙ গেরুয়া৷ সর্বত্র মোদীঝড়৷ কোনওক্রমে রাহুল-সোনিয়া গান্ধী জিতলেও হেরেছেন স্পিকার মীরা কুমারসহ একাধিক মন্ত্রী৷ আসামে কংগ্রেস চ্যালেঞ্জের মুখে পড়ে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। স্বাধীনতার পর কংগ্রেসের এমন দুর্দশা আর হয়নি৷

মোদিঝড় মমতার মতো রুখেছেন জয়ললিতা ও নবীন পট্টনায়েক৷ তেলেঙ্গানাতেও কংগ্রেস ভাল ফল করেছে৷
বামপন্থীদের করুণদশা৷ তাদের আসন দুই সংখ্যায় পৌঁছবে না বলেই মনে করা হচ্ছে৷ কেরলে খুব খারাপ ফল৷ বাংলায় বিপর্যয়৷

বামদল একমাত্র টিম টিম করে জ্বলছে ত্রিপুরা রাজ্যে৷
সিপিএম স্রেফ মমতাকে ঠেকাতে গিয়ে নিজেদের ভোটব্যাঙ্কে চূড়ান্ত ধস নামায়৷ বুঝতেও পারলেন না কীভাবে তাঁদের ভোট চলে গেল নরেন্দ্র মোদীর দিকে৷

ভোটের সময় প্রচার হচ্ছিল- বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্কে ভাঙন ধরাবে৷ বাস্তবে দেখা গেল তারা শুইয়ে দিয়েছে সিপিএমকে৷ নেতাদের ভ্রান্ত নীতির জন্য বামকর্মীদের ধারণা হয়েছিল বোধহয় বিজেপি তৃণমূলকে রুখতে পারবে৷

পশ্চিমবঙ্গে ভোটের ফলে সিপিএমকে পিছনে ফেলে উঠে এল বিজেপি৷ তবে কংগ্রেস নিজেদের দুর্গ ধরে রাখতে বেশ খানিকটা সফল৷ ভোটের ফলে বোঝা যাচেছ এ রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক মোদীকে ঠেকাতে সিপিএম নয়, তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে৷ ব্যতিক্রমী একমাত্র কংগ্রেসের তিন জেলা৷ সেখানে সংখ্যালঘুরা কংগ্রেসকেই ভোট দিয়েছেন৷

সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস যে এবার বিদায় নেবে সেটা পরিষ্কার ছিল৷

এদিকে সারদা থেকে টেট, নানা ইস্যুতে মমতার বিরু‌দ্ধে বিরোধী দলগুলি নেমেছিল৷ কিন্তু ভোটের ফলে দেখা গেল মমতা তার জায়গাতেই রয়েছেন৷ রাজ্যের মানুষের আস্থা তাঁর প্রতি৷ সম্মিলিত আক্রমণ একার হাতে মমতা যেভাবে সামলে রাজ্য জুড়ে ঘাসফুল ফোটালেন তা সত্যিই অভূতপূর্ব৷

মোদী ঝড় রুখতে মমতার মতো কৃতিত্ব পাবেন একমাত্র জয়ললিতা৷ তিনিও বিজেপিকে রুখেছেন তামিলনাড়ুতে৷ এখনও পর্যন্ত খবর, ৩৯টি আসনের মধ্যে জয়ললিতা ৩৫টির মতো আসনে এগিয়ে৷ লড়াই দিয়েছেন উড়িষ্যার নবীন পট্টনায়েকের বিজেডিও৷ তবে বিজেপি ঝড়ে উড়ে গিয়েছেন মায়াবতী৷

গো-বলয়ে বিজেপির ধারেকাছে ঘেঁষতে পারেনি কোনও দল৷ কংগ্রেস চূড়ান্ত ব্যর্থ৷ মায়াবতী, মুলায়ম, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব কেউই বিজেপি ঝড় রুখতে পারেনি৷

বিজেপির প্রায় সব সিনিয়র নেতারা জিতলেও একমাত্র পরাজিত অরুণ জেটলি৷ মোদীর রাজ্য গুজরাটে বিরোধীরা কোনও আসন পাচ্ছেন না৷ সব মিলিয়ে দেশজুড়ে পদ্মফুলের ঝড়৷ ১০ বছর পর দিল্লির তখত বদল হচেছ৷ ফের শুরু গেরুয়ারাজ৷

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।