কলকাতা: কলকাতার পরিবহন ব্যবস্থায় যোগ হলো আরও দু’টি নতুন পালক। আগেই কলকাতা থেকে শান্তিনিকেতন, দীঘা প্রভৃতি জায়গায় হেলিকপ্টার পরিসেবা চালু ছিল।
এই সেবা পরিচালনার জন্য একটি বেসরকারি সংস্থা থেকে ১২জন যাতায়াত করতে পারে এমন একটি চার্টার্ড হেলিকপ্টার ভাড়া করেছে রাজ্য সরকার।
পরিবহন মন্ত্রী বলেন, শুধু ভ্রমণের জন্যই নয়, জরুরিকালীন চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, রোগী নিয়ে আসা-যাওয়া করা প্রভৃতি কাজেও এ হেলিকপ্টার ব্যবহার করা যাবে। একবার এ হেলিকপ্টার ভাড়ার জন্য প্রতিদিনের খরচ পড়বে ২ লাখ রুপি।
পরিবহন মন্ত্রী আরও জানান, এই প্রথম কলকাতা থেকে বিহার যাওয়ার ৪৬টি সরকারি বাস চালু করা হচ্ছে। ১৯৮৮ সালে কলকাতা থেকে বিহার যাওয়ার সরকারি বাস চলাচলের প্রস্তাব পাস হলেও এতদিন সেটি চালু করা যায় নি।
মদন মিত্র বলেন, এর ফলে রেলে পরিসেবার থেকেও বেশ কিছুটা কম খরচে মানুষ কলকাতা থেকে বিহারের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২০ মে , ২০১৪