কলকাতাঃ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ উপলক্ষ্য করে ২৬ মে সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও উৎসব উদযাপন করা হবে। এ কথা জানিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা বলেন, এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ‘জায়েন্ট স্ক্রিনে’ দেখানো হবে মোদীর শপথ।
কলকাতার বিজেপি রাজ্য দপ্তরে বসে রাহুল সিনহা জানান গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় লাগান হবে বড় বড় স্ক্রিন। সেখানে সরাসরি দেখা যাবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, ফুল ছড়িয়ে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গও বরণ করবে দেশের নতুন প্রধানমন্ত্রীকে।
রাহুল সিনহা আরও বলেন রাজ্যের ৫০০ পঞ্চায়েত এবং ১৭ টি পৌরসভার মেয়াদ শেষ হতে চলেছে কিন্তু রাজ্য সরকার সেখানে নির্বাচনের কথা জানাচ্ছেন না। তিনি বলেন খারাপ ফল করার ভয়েই রাজ্য সরকার নির্বাচন থেকে পিছিয়ে আসতে চাইছেন।
রাহুল সিনহা বলেন এই নিয়ে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে গণতান্ত্রিক কাঠামো বজায় রাখবার দাবী জানাবেন। তিনি বলেন মন্ত্রিসভা গঠন হয়ে গেলে পশ্চিমবঙ্গের দিকে নজর দেবে কেন্দ্রীয় সরকার।
আগামী নির্বাচনগুলিতে বিজেপি আরও ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২১, ২০১৪