ঢাকা: ১৯৭১ সালের ২৪ মার্চের আগে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করা বাংলাদেশিরা ভারতীয় নাগরিক হিসেবেই সুযোগ-সুবিধা ভোগ করবে এবং ভোটার তালিকায় তাদের নথিভুক্ত করা উচিত।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের হাইকোর্ট এ রায় দিয়েছেন বলে বুধবার জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশের ৪০ জন ‘শরণার্থী’র করা এক পিটিশনের জবাবে আদালত এ রায় দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ‘শরণার্থীদের’ নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে ভোটার তালিকায় তাদের নামভুক্ত না করায় এ পিটিশন দায়ের করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জেলার ডেপুটি কমিশনার ওই ‘শরণার্থীদের’ নাগরিকত্ব সনদ জব্ধ করায় আসাম-মেঘালয় রাজ্য সীমান্তের রিও-ভই জেলার আমজং গ্রামের ওই বাসিন্দারা সম্প্রতি এই পিটিশন দায়ের করেন।
বিচারপতি এস আর সেন জেলার ডেপুটি কমিশনার পুজা পান্ডেকে পিটিশন দায়েরকারীসহ ‘শরণার্থীদের’ নাগরিকত্ব সনদ ফিরিয়ে দিতে এবং তাদের ভোটার তালিকায় নামভুক্ত করতে আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ২১, ২০১৪