কলকাতা: শাড়ির ব্যাপারে তিনি চিরকালই দুর্বল, এ কথা নিজেই স্বীকার করলেন টালিউডের ব্যস্ত নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখেই বলা নয়, ব্যাগভর্তি করে শাড়ি নিয়ে তার প্রমাণও রাখলেন রচনা।
কলকাতার সল্টলেকে ‘শ্বেতাম্বরি’ নামে একটি শাড়ির বুটিকের উদ্বোধনীতে হাজির হন রচনা বন্দ্যোপাধ্যায়।
শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য কেনা-কাটা সময় পান? এমন প্রশ্নে রচনা জানান, কেনাকাটার প্রতি মোহগ্রস্ত না হলেও, শাড়ি কেনার প্রতি তীব্র আকর্ষণ রয়েছে। শুধু টেলিভিশন বা বড় পর্দাতেই নয়, পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানেও শাড়ি পড়তে পছন্দ করেন তিনি।
তবে রচনা বন্দ্যোপাধ্যায় একথাও জানান শাড়ির পরে তার প্রথম পছন্দ চুড়িদার কামিজ।
পরিবার, সন্তান সামলে কি অভিনয়ের দিকে পুরোপুরি নজর দেওয়া যায়? প্রশ্নের উত্তরে গোটা মুখে হাসির ঝিলিক ছড়িয়ে রচনা জানান, অভিনয় তিনি ভালোভাবেই করতে পারেন, তাই সংসার-সন্তান সামলেও, কাজের ক্ষেত্রে তিনি সফলতাকে ধরে রাখতে পেরেছেন।
‘শ্বেতাম্বরি’র শাড়ি আর চুড়িদারের সাম্রাজ্যে নজর বোলাতে বোলাতে নিজের জন্য বেছে ফেললেন বেশ কয়েকটা।
জানালেন শাড়ির মতো সুন্দর পোশাক আর কিছুই নেই, আর সেজন্যই মা-ঠাকুমাদের আটপৌরে শাড়ি থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসবে বিদ্যা বালান অথবা রানী মুখার্জি শাড়ি পড়ে হাজার তারকাদের মধ্যেও উজ্জ্বল হয়ে ওঠেন।
অনুষ্ঠান শেষে ‘শ্বেতাম্বরি’র শাড়ি পড়ে চিত্র সাংবাদিকদের আবদার মেটান রচনা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৪