ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর দ্বারস্থ জিয়া খানের মা

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ৬, ২০১৪
মোদীর দ্বারস্থ জিয়া খানের মা জিয়া খান

ঢাকা: মেয়েকে যে খুন করা তা দৃঢ়ভাবে বিশ্বাস করেন জিয়া খানের মা রাবিয়া খান। তাই এবার মেয়ের মৃত্যুর পুর্নতদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন রাবিয়া৷  

রাবিয়া খান বলেন, জিয়া খান আত্মহত্যা করেনি তাঁর মেয়েকে খুনই করা হয়েছে।

রাবিয়া খানের দাবি, ভারতের নব নির্বাচিত সরকার পুনরায় এই কেস ডায়েরি খতিয়ে দেখুক৷

নব নির্বাচিত সরকারের কাছে রাবিয়ার প্রত্যাশা অনেক যে, আসল ঘটনা বেড়িয়ে আসবে তদন্তে। নরেন্দ্র মোদী সরকার এজন্য গোটা ঘটনার পুর্নতদন্ত করুক৷ গত বছর এই জুন মাসে মুম্বাইয়ে নিজের বাড়ি থেকেই জিয়া খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৷

জিয়া খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চেলসি টাউন হলে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানে জিয়ার মা, দুই বোন ছাড়াও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ মঙ্গলবার ওই অনুষ্ঠানেই মেয়ের মৃত্যুর পুর্নতদন্তের দাবি তোলেন রাবিয়া খান৷ তিনি বলেন, ঘটনার প্রথমদিন থেকেই আমি নিশ্চিত যে আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমার মেয়েকে৷

রাবিয়া খান বলেন, আমি চাই মোদী সরকার এর পুনরায় তদন্ত শুরু করুক৷ সিবিআই, এফবিআই কিংবা সিট যারাই হোক না কেন, গোটা ঘটনার পুর্নতদন্ত চাই আমি৷

জিয়ার মা বলেন, নতুন সরকারের গুছিয়ে নিতে একটু সময় লাগবে৷ তবে, আমি আশাবাদী তারা বিষয়টি অগ্রাহ্য করবে না৷ রাবিয়া অবশ্য রাজনৈতিক নেতাদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন ৷

তিনি বলেছেন, আজ আমার মেয়েকে খুন করা হয়েছে৷ তদন্তের ক্ষেত্রে অন্তর্ঘাতের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরই হাত রয়েছে৷

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।