ঢাকা: মেয়েকে যে খুন করা তা দৃঢ়ভাবে বিশ্বাস করেন জিয়া খানের মা রাবিয়া খান। তাই এবার মেয়ের মৃত্যুর পুর্নতদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন রাবিয়া৷
রাবিয়া খান বলেন, জিয়া খান আত্মহত্যা করেনি তাঁর মেয়েকে খুনই করা হয়েছে।
নব নির্বাচিত সরকারের কাছে রাবিয়ার প্রত্যাশা অনেক যে, আসল ঘটনা বেড়িয়ে আসবে তদন্তে। নরেন্দ্র মোদী সরকার এজন্য গোটা ঘটনার পুর্নতদন্ত করুক৷ গত বছর এই জুন মাসে মুম্বাইয়ে নিজের বাড়ি থেকেই জিয়া খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৷
জিয়া খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চেলসি টাউন হলে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানে জিয়ার মা, দুই বোন ছাড়াও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ মঙ্গলবার ওই অনুষ্ঠানেই মেয়ের মৃত্যুর পুর্নতদন্তের দাবি তোলেন রাবিয়া খান৷ তিনি বলেন, ঘটনার প্রথমদিন থেকেই আমি নিশ্চিত যে আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমার মেয়েকে৷
রাবিয়া খান বলেন, আমি চাই মোদী সরকার এর পুনরায় তদন্ত শুরু করুক৷ সিবিআই, এফবিআই কিংবা সিট যারাই হোক না কেন, গোটা ঘটনার পুর্নতদন্ত চাই আমি৷
জিয়ার মা বলেন, নতুন সরকারের গুছিয়ে নিতে একটু সময় লাগবে৷ তবে, আমি আশাবাদী তারা বিষয়টি অগ্রাহ্য করবে না৷ রাবিয়া অবশ্য রাজনৈতিক নেতাদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন ৷
তিনি বলেছেন, আজ আমার মেয়েকে খুন করা হয়েছে৷ তদন্তের ক্ষেত্রে অন্তর্ঘাতের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরই হাত রয়েছে৷
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৪।