ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জাপানিজ এনসেফেলাইটিস-এ মৃত ৬০, রেড এলার্ট জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
জাপানিজ এনসেফেলাইটিস-এ মৃত ৬০, রেড এলার্ট জারি ছবি: সংগৃহীত

কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিস-এ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেরর বিভিন্ন জেলায় রেড এলার্ট জারি করেছে রাজ্য সরকার।

রাজ্যের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহারসহ ৭টি জেলায় এ এলার্ট কাজি করা হয়েছে।



এদিকে জাপানিজ এনসেফেলাইটিস-এ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ভারতের অন্য রাজ্য আসামের ধুবড়ি জেলাতেও।

এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় তড়িঘড়ি করে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন ‘কাঞ্চন কন্যা’-এর দপ্তরে।

ইতোমধ্যে এই রোগে বিভিন্ন এলাকায় বেসরকারিভাবে ৬০জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোগে আরও কমপক্ষে আরও ১৪০ আক্রান্ত হয়ে উত্তরবঙ্গের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা চলছে আরও ৩০০ জনের।

চিকিৎসকদের মতে শুয়োর থেকে এই রোগ ছড়াচ্ছে। যদিও শহর থেকে শুয়োর সরানোর কোন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ বাড়ছে ঐ সব জেলার বাসিন্দাদের।

রোগের উপসর্গ প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে আক্রান্তদের শ্বাস কষ্ট, মাথা যন্ত্রণা, ত্বকে প্রদাহ সৃষ্টি হতে পারে। এই রোগ জটিল আকার ধারণ করলে রোগী সজ্ঞাহীন এবং কোমায় চলে যেতে পারে।

এদিকে রোগের প্রতিরোধে ইতোমধ্যে রাজ্যে সরকারের পক্ষ থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।

কিন্তু প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেতই বাদ যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

প্রশাসনের একজন কর্মকর্তা জানান, আগামী ২৪ জুলাই থেকে শুকর নিয়ন্ত্রণে অভিযান চালাবে শিলিগুড়ি পৌরসভা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ২২ জুলাই , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।