কলকাতা: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে রুপার বল আর সেই বল কুড়িয়ে নিচ্ছেন পথচারী থেকে এলাকার বাসিন্দারা। দু–দশটা বল নয়।
শুনে রূপকথার গল্প মনে হলেও ঈদের দিন দুপুরে এই ঘটনার সাক্ষী থাকলো কলকাতা। কলকাতার বিধান নগর এলাকায় ‘সিটি সেন্টার’ শপিং মলের ঠিক উল্টোদিকে রাস্তায় হঠাৎ চোখে পড়ে কিছু চকচকে জিনিস। কাছে গিয়ে দেখতেই দেখা যায় সেগুলো রুপার বল।
পুলিশ আসার আগেই হাজির হয়ে যান এলাকার মানুষরা। প্রত্যেকেই নিজেদের সাধ্য মত কুড়িয়ে নেন রুপার বল। গাড়ি থামিয়েও অনেকে দাঁড়িয়ে পড়েন। তৈরি হয় সাময়িক যানজটের।
পুলিশ আসতেই হটিয়ে দেওয়া হয় বল সংগ্রহকারীদের। জায়গাটিকে ঘিরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই হাজির হন বিশেষজ্ঞ দল। তারা নমুনা সংগ্রহ করেন। পরীক্ষাগারে পরীক্ষা করে তবেই জানা যাবে বস্তুটি আদৌ রুপা কিনা।
পুলিশ মনে করছে কোন গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়ে থাকতে পারে বলগুলো। তবে যদি কেউ রাস্তায় ফেলে রেখে যায় তবে তাকে চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান রুপার মত দেখতে হলেও সম্ভবত এগুলো রুপার বল নয়। তদন্ত করলেই পুরো ব্যাপারটি সামনে আসবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৯ , ২০১৪