কলকাতা: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলার বিরুদ্ধে আবার পথে নামল কলকাতা।
উর্দু ভাষাভাষীদের একটি সংগঠনের নেতৃত্বে এই হামলার প্রতিবাদে পা মেলালো কলকাতার সাধারণ নাগরিকরা।
মিছিলের বিভিন্ন পোস্টার ব্যানারে ছিলো ইজরায়েলের আক্রমণবিরোধী প্রচার। ইজরায়েলের মদতদাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন মিছিলে হাজির কলকাতার নাগরিকরা।
মিছিলকারীরা এই মুহূর্তে আক্রমণ বন্ধের দাবি জানিয়ে বলেন, প্রতিদিন সেখানে প্রাণ হারাচ্ছে নিরীহ সাধারণ মানুষ, কিন্তু ভারতের তরফে সরকারিভাবে এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না।
মিছিলকারীরা ইজরায়েলি হামলার বিরুদ্ধে ভারত সরকারের নীরব থাকার নীতিকে সমালোচনা করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪