কলকাতা: কলকাতার বেকার হোস্টেলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি রয়েছে। ৩৯তম শাহাদত বার্ষিকীতে বেকার হোস্টেলে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার সকালে জাতীয় শোক দিবসে আবক্ষ ভাস্কর্যে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনার আবিদা ইসলাম মাল্যদান করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বাংলাদেশ বিমানের ম্যানেজার (ফিনান্স) মোহাম্মদ মোশারফ হোসেন এবং সোনালী ব্যাংকের সিইও সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এরপর কোরআন থেকে তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ উপ-হাইকমিশনের সচিব (বাণিজ্য) ওমর ফারুক।
ছাত্র অবস্থায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) আইন বিষয়ে ভর্তি হন। সে সময় তিনি বেকার হোস্টেলে থাকতেন।
কলকাতায় থাকাকালীন তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু। বেকার হোস্টেলের যে ঘরে শেখ মুজিব থাকতেন সেই ঘরে তার স্মৃতিতে বর্তমানে একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
সেই ভাস্কর্যে কলকাতার বিশিষ্ট মানুষদের সঙ্গে সাধারণ মানুষরাও শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে।
এদিকে শোক দিবস উপলক্ষে বাংলাদেশ উপ-হাইকমিশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১৫ , ২০১৪