কলকাতা: বাংলাদেশের মাদারীপুরের ত্রিভাগতী গ্রামের আদ্রি খানের হারিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার ভারতের মালদা জেলার বাপচেরা গ্রামে বাংলাদেশি মেয়ে আছে খবর পেয়ে বিএসএফ-এর মহিলা রক্ষীরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মেয়েটিতে উদ্ধার করা হয়।
এর আগে গুজরাটের সুরাটে কাজ দেওয়ার নামে গত দুই মাস আগে পাচারকারীরা তাকে কলকাতার হাওড়া স্টেশনে নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে তিনি পাচারকারীদের হাত থেকে পালিয়ে যান। এক পর্যায়ে তিনি মালদা জেলায় চলে যান।
বিএসএফ জানিয়েছে, উদ্ধারের পর মানবিক দিক বিবেচনা মেয়েটিকে বিজিবির অধিনায়ক ও তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪