কলকাতা: ঘটনাটি ঘটেছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। কিন্তু সেটা দাগ কেটেছিল গোটা ভারতবাসীর মনে।
মানুষ-জীবের ভালোবাসার সেই বন্ধনকে উপলক্ষ করে উদযাপন করছে কলকাতাসহ গোটা ভারত।
২৬ আগস্ট ‘বিশ্ব সারমেয় দিবস’ উপলক্ষে মঙ্গলবার কলকাতার পশুপ্রেমীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
এর মধ্যে অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ‘ডগ শো’। কলকাতা ক্যানেল ক্লাব-এর উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সারমেয়দের হাজির করা হয়।
এখানে শুধু প্রতিযোগিতাই নয়, হাজির হওয়া পশুপ্রেমীরা কুকুরদের স্বভাব ও তাদের পরিচর্যা বিষয়ে মতবিনিময় করেন। এখানে হাজির হওয়া পশু চিকিৎসকদের সঙ্গেও কথাবার্তা বলেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য একদিকে যেমন পশুপ্রেমীদের উৎসাহ, প্রয়োজনীয় তথ্য তুলে দেওয়া, অন্যদিকে পোষা কুকুর সম্পর্কে আরও মানুষকে সচেতন করাও এ ধরনের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪