ঢাকা: ২০১৮ সালে শেষ হবে মোদী সরকারের মেয়াদ। এরমধ্যেই ৭.৫ কোটি পরিবারের জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার।
এই লক্ষে আগামীকাল শুক্রবার পরিবার প্রতি ‘ব্যাংক হিসাব’ খোলার উদ্বোধন করবেন মোদী। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।
কোন প্রকার নথি-পত্র ছাড়াই এই হিসাব খোলা যাবে। সংশ্লিষ্টদের মতে, যাদের পরিচয়পত্র নেই তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনাটা হবে একটা চ্যালেঞ্জ। এই পরিকল্পনার মাধ্যমে প্রতিটি পরিবারের দুই জনের করে ব্যাংক হিসাব খোলা হবে।
ভারতের জনগণের শতকরা প্রায় ৪০ ভাগেরই অথনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবার সুযোগ খুব কম এবং তাদের প্রায় সবাই অতি মুনাফালোভী মহাজনদের দয়ার উপর নির্ভর করে।
এই প্রসঙ্গে, লালকেল্লায় গত ১৫ আগস্ট মোদী তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, ‘দেশে লক্ষ লক্ষ পরিবার আছে, যাদের মোবাইল ফোন আছে, কিন্তু ব্যাংক হিসাব নাই। আমরা এই দৃশ্যের পরিবর্তন ঘটাতে চাই। ’
সময়: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
** ১১ রাজ্যে আলো দেয় গুজরাট
** গুজরাটে গ্রামে গ্রামে উন্নয়ন, ইন্টারনেট
** বাংলাদেশ-ভারত বাণিজ্যবন্ধনে এবি ব্যাংকের মুম্বাই শাখা
** সবরমতির তীরে প্রথম রবীন্দ্রসঙ্গীত
** নর্মদার পানিতে স্বচ্ছ সবরমতি, মেঘনার পানিতে বুড়িগঙ্গা কবে?
** মোদীর হাতে ‘সবরমতি’র নতুন প্রাণ
** মোদীর গুজরাট উন্নয়নের আইকন ‘গিফটসিটি’
** চকচকে পরিপাটি ‘গান্ধীনগর’
** আহমেদাবাদ থেকে বাংলাদেশ যাচ্ছে ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন
** ঘুরে আসি আজমীর
** দিল্লি প্রেসক্লাবে সাবসিডি নেই!
** দিল্লির রাতে সস্তা দোকানিরা...
** মাকরানার হোয়াইট মার্বেলেই অনিন্দ্য তাজমহল
** দিল্লির আশীর্বাদ দিল্লি মেট্রো,ঢাকা মেট্রো কবে
** অ্যারাভেলি পর্বতে ঘেরা ভ্রাতৃত্ব
** ৩৬ ঘণ্টার বিচিত্র রূপ!
** ইন্টারনেটে বাংলাদেশ এগিয়ে
** সেই তো আমরাই!
** লাইফলাইন অব ইন্ডিয়া
** দিল্লি কত দূর?
** ভারতীয় ইমিগ্রেশনে বাংলাদেশের মর্যাদা
** গ্রীনলাইনে ভুগতে ভুগতে কলকাতা
** দিল্লি নয়, মোদী আছেন গুজরাটেই