ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের নতুন মুখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের নতুন মুখ

কলকাতা: মন্ত্রী হিসেবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নিয়েছেন দার্জিলিঙের সাংসদ এস এস আলুয়ালিয়া।

মঙ্গলবার (৫ জুলাই) দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। এর আগে পশ্চিমবঙ্গ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বাবুল সুপ্রিয়।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারিত হয়। নতুন মন্ত্রিসভায় ১৯ জন নতুন মন্ত্রী শপথ নেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ভিএস/আরএইচএস/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।