ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তেলের জন্যই গাদ্দাফিকে হত্যা, বলল ভারতের বামপন্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

কলকাতা: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোই দায়ী করল ভারতের বামপন্থীরা।

সিপিএমের পলিটবুরে‌্যা এক বিবৃতিতে বলেছে, ‘তেলের লোভ এবং এলাকায় কৌশলগত আধিপত্য রক্ষার জন্য গাদ্দাফির পতন ঘটাল যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

লিবিয়াকে বাঁচানো এবং গণতন্ত্র প্রতিষ্ঠার উসিলায় প্রথম থেকেই সেখানে এক নির্লজ্জ আগ্রাসী ভূমিকা নিয়েছে ন্যাটো। ’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং তার সাথীরা যখন গাদ্দাফির মৃত্যুকে নতুন যুগের সূচনা বলে, তখন সেটা হাস্যকর হয়ে ওঠে। কারণ বিশ্বের অধিকাংশ স্বৈরাচারী শাসনই তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয় মদতে। আফগানিস্তান ও ইরাকের বির্পযয়ের পর এখন লিবিয়ায় নাক গলাচ্ছে মার্কিনিরা। আরব দুনিয়ার অভ্যুত্থান হস্তগত করে সেখানেও নিজেদের প্রভাব খাটাচ্ছে। ’

ভারতের আরেক বামদল সিপিআইয়ের নেতা ডি রাজা বলেছেন, ‘লিবিয়ার প্রকৃত উন্নয়নের বদলে সেখানকার  তেল-সম্পদ হাতানোর চেষ্টা করছে সাম্রাজ্যবাদী শক্তি। ’

তার মতে, গাদ্দাফির এই পতন দুঃখজনক। কারণ প্রথম দিকে ওর লড়াই ছিল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। ওর উচিত ছিল সময় থাকতে লিবিয়ায় প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা। তাহলে আজ এই পরিণতি হত না।

ভারতীয় সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।