ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে উলফার বৈঠক

তীর্থঙ্কর ঘোষ, দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১
ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে উলফার বৈঠক

নয়াদিল্লি: বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সঙ্গে ভারতের কেন্দ্রীয় এবং আসাম রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠক করেছেন।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিংয়ের সভাপতিত্বে ৯০ মিনিটব্যাপী এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।



গত ৫ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে পেশ করা উলফার দাবির বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক ছিটমহল বিনিময় চুক্তির ব্যাপারে উলফা তীব্র আপত্তি তোলার পর কেন্দ্রীয় সরকার এই বৈঠক করলো।

চলতি মাসের প্রথম দিকে উলফা অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ স্থানীয় অধিবাসীদের মতামত না নিয়েই বাংলাদেশকে অবৈধভাবে আসামের জমি দিচ্ছে। অভিযোগটি করেছিলেন, উলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে উলফার প্রতিটি দাবি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর উলফা নেতা রাজখোয়া বলেন, ‘আমাদের দাবির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি, কেন্দ্রীয় সরকারের এই ইতিবাচক মনোভাব বজায় থাকবে এবং আমাদের দাবির বিষয়গুলোতে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে। ’

মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, পরবর্তী সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী উলফার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আসামের প্রাকৃতিক সম্পদ, রাজস্ব এবং উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকারের নিয়নন্ত্রণ বাড়াতে সংবিধানে সংশোধনী আনার ব্যাপারে আলোচনা হতে পারে।

ভারত সরকার খুব সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে উলফা তাদের ৩২ বছরের সশস্ত্র আন্দোলনের সমাপ্তি টানার প্রতিশ্রুতি দিলে সরকার তাদের প্রতি নমনীয় হয়।

এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে উলফার নেতা ‍অরবিন্দ রাজখোয়া আট সদদ্যের একটি দল নিয়ে প্রধানমনন্ত্রী মনমোহন সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রথম বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।