ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার বিরুদ্ধে মানহানির মামলার হুমকি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১
মমতার বিরুদ্ধে মানহানির মামলার হুমকি!

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছে মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি(এপিডিআর)।

গত মঙ্গলবার কলকাতার নবমহাকরণের সামনে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে এ হুমকি দেওয়া হয়।



এদিন এপিডিআরের সদস্যরা অভিযোগ করেন, তাদের সভায় মাইক সরবরাহকারীদের মাইক্রোফোন না দিতে হুমকি দেওয়া হয়েছে। তাই তারা মাইক না পেয়ে হ্যান্ডমাইক দিয়ে সভা করেন।

এছাড়া গত সোমবার মুখ্যমন্ত্রী এপিডিআরকে মাওবাদীদের প্রকাশ্য সংগঠন বলে উল্লেখ করায় তীব্র বিরোধিতা করে এপিডিআরের নেতা ধীরাজ সেনগুপ্ত বলেন, তারা বিষয়টির দিকে নজর রাখছেন। আরও কয়েকবার তারা বিষয়টি দেখবেন। তারপর তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন।

এদিন তিনি আরও বলেন, সরকারের বর্তমান আচরণ, বন্দিমুক্তি ও জঙ্গলমহল থেকে যৌথবাহিনীর প্রত্যাহারের দাবিতে আগামী ২৩ ও ২৪ নভেম্বর কলকাতার বউবাজারে সামনে কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।