ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে যৌথবাহিনী প্রত্যাহারের দাবিতে কলকাতায় অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

কলকাতা: মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি(এপিডিআর)সহ ৩টি সংগঠন কলকাতার বউবাজারের ব্যাংক অব ইন্ডিয়ার সামনে অনশনে বসেছে।
 
তিনদিন ধরে তাদের কর্মসূচি চলবে।

প্রথম দুদিন তারা জঙ্গলমহল থেকে যৌথবাহিনী তুলে নেওয়া এবং বন্দিদের মুক্তির দাবিতে এ অনশন করবেন।

পরের দিন ২৫ নভেম্বর তারা মিছিল করে বউবাজার থেকে মহাকরণে যাবেন বলে এপিডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এপিডিআর’র মুখপত্র রানতা মুন্সী বাংলানিউজকে বলেন, আজকের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনের সঙ্গী হয়েছিলেন। এ আন্দোলনে যারা বন্দি হয়েছেন তাদের জেলে রেখে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন।

তিনি আরও বলেন, এখনও ইউএপিএ আইনে অনেকেই জেলে আটক আছে। নির্বাচনী ইস্তেহারে তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ বাস্তবে তার উল্টোটাই দেখা গেল।
 
এ পর্যন্ত ৭ জন রাজনৈতিক বন্দির জামিনে মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ পরিসংখ্যান দিয়ে রানতা মুন্সী বলেন, জনসাধারণের কমিটির নেতা মনোজ মাহাতো, শিবাজী সিং ও অন্যান্যদের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে তা এপিডিআর দেখতে পাচ্ছে। তাই তারা আন্দোলনের পথে যাচ্ছেন।

উল্লেখ্য, ধর্মতলার মেট্রো চ্যানেলে এপিডিআরের সভা রাজ্য সরকার বাতিল করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে মহাশ্বেতা-মমতা বিতর্কে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।