ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কিষেণজীর লাশ সনাক্ত করলেন ভাইজি দীপা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১
কিষেণজীর লাশ সনাক্ত করলেন ভাইজি দীপা

কলকাতা: জঙ্গলমহলের বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদীদের শীর্ষ নেতা কিষেণজির লাশ শনিবার সকালে সনাক্ত করেন ভাইজি দীপা। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের কবি ভারভারা রাও।



স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তারা মেদিনীপুর শহরে পৌঁছান।

এদিন সকালে কিষেণজির লাশ সনাক্ত করার পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এরপর লাশটি দীপার হাতে তুলে দেওয়া হবে।

কলকাতা থেকে বিমানে করে অন্ধ্রপ্রদেশে কিষেণজির লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে করিমনগরে কিষেণজির নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে, এদিন মেদিনীপুরে কবি ভারভারা রাও কিষেণজির লাশ সনাক্ত করার পর সাংবাদিকদের বলেন, তাকে মারার আগে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলেন কাজে আরেক করেন। কিষেণজিকে মেরে তাই প্রমাণ করলেন তিনি। ভুয়ো সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা দিতে চাইলেও তারা তা নিতে অস্বীকার করেন।
 
এদিকে, কিষেণজির প্রতি শ্রদ্ধা জানাতে মাওবাদীরা সারা রাজ্যে ২৬ ও ২৭ নভেম্বর হরতাল ডেকেছে।

তার প্রভাব পড়েছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামে শহরে সকাল থেকে দোকান পাট বন্ধ। সড়কে যানবাহন চলছে না। তবে তৃণমূল সমর্থিত জনজাগরণ মঞ্চ সব খোলা রাখার আবেদন করেছেন। এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।