ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৮১ সিআইপি’র মধ্যে কার্ড বিতরণ ১৮ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
৮১ সিআইপি’র মধ্যে কার্ড বিতরণ ১৮ অক্টোবর

ঢাকা: আগামী ১৮ অক্টোবর নির্বাচিত ৮১ সিআইপি’র মধ্যে কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে এ কার্ড বিতরণ করবেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

 

শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার টিসিবি’র সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় টিসিবি’র কার্যক্রম, ঢাকায় অনুষ্ঠিতব্য মাসব্যাপী ডিআইটিএফ এর প্রস্তুতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান অভিযান এবং রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির অটোমেশন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
   
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি‘র ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-ডিএনসিআরপি’র মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম এ তছলিম, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার আহমেদুর রহিম, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
       
বাংলাদেশ সময়: ১৮৩২, অক্টোবর ০১,২০১০
                                                                                                                   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।