ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সীমা পুনঃনির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সীমা পুনঃনির্ধারণ

ঢাকা: পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সীমা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচ্যুয়াল ফান্ডগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা পুনঃনির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান সীমা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।