ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাইবার ঝুঁকি মোকাবিলায় সোনালী ব্যাংকের কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
সাইবার ঝুঁকি মোকাবিলায় সোনালী ব্যাংকের কর্মশালা

ঢাকা: সাইবার হামলার হুমকি মোকাবিলায় ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ বিষয়ক কর্মশালা করেছে সোনালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (০৮ আগস্ট) মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ব্যাংকটির নিজস্ব সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ বি এম রুহুল আজাদ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ ও গোপাল চন্দ্র ঘোষ।

রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও সাইবার সিকিউরিটি ইউনিট প্রধান মোহাম্মদ ইসহাক মিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।