ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনয়নপত্র জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনয়নপত্র জমা

ঢাকা: তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই’র পরিচালনা পর্ষদের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে ৪০ উদ্যোক্তা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে ঢাকা অঞ্চলের ৩১ জন ও চট্টগ্রাম অঞ্চলের নয়জন।

সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মিলিত পরিষদ প্রার্থী চূড়ান্ত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুন্সী, মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিজিএমইএ ২০২৪-২০২৫ নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুস সালাম মুর্শেদী।

এতে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সভাপতি ফারুক হাসান, সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি)সহ বিজিএমইএ’র সাবেক সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।