ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) রাজধানীর আর্মি গলফ ক্লাব কনভেনশন হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, সব শ্রেণির ক্রেতাকে আকৃষ্ট করে এমন সব আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে রূপায়ণ গ্রুপ, যা সেলস টিমকে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে সহজতর করছে। উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেন আর সেলস টিম মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে বিনিয়োগকে এগিয়ে নিয়ে সমান দায়িত্ব পালন করেন।  

আগামীতে বিদেশিদের আকৃষ্ট করে এমন সব প্রকল্প নিয়ে আসবেন উল্লেখ করে ব্যবসায়িক সাফল্য অর্জনে প্রতিষ্ঠানের সেলস টিমকে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল, উপদেষ্টা এএসএম শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তফা কামাল, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিডের চিফ বিজনেস অফিসার এহসানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ আবুল হাসানসহ রূপায়ণ গ্রুপের সেলস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, বিশ্বমানের সর্বাধুনিক নানা প্রকল্প বাস্তবায়ন করে গ্রাহকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত আবাসস্থল নির্মাণের রোল মডেল রূপায়ণ গ্রুপ। এমন বাস্তবতায় আগামীতে স্মার্ট সিটি নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানের এসব উদ্যোগ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সেলস টিমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।