ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিল্পাঞ্চল স্বাভাবিক, কর্মচঞ্চল আশুলিয়া 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
শিল্পাঞ্চল স্বাভাবিক, কর্মচঞ্চল আশুলিয়া 

সাভার (ঢাকা): দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান অস্থিরতার অবসান হয়েছে। আজ কর্মচঞ্চলতা ফিরেছে শিল্পাঞ্চলে।

মাত্র ২২টি পোশাক কারখানা বাদে সব পোশাক কারখানায় আনন্দমুখর পরিবেশে উৎপাদন করছেন পোশাক শ্রমিকরা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।  

খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিক অসন্তোষ চলাকালীন গত সপ্তাহের বিভিন্ন সময় সর্বোচ্চ ৮৬ টি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩ টি পোশাক কারখানা। যার মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে প্রায় সকল কারখানা। এই ধারায় বন্ধ রয়েছে মাত্র ১৬ টি কারখানা। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা ১৩৩ পোশাক কারখানার মধ্যে ১২৭ টি পোশাক কারখানায় চলছে পুরোদমে উৎপাদন। আজ মাত্র ছয়টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  


শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ শিল্পাঞ্চলে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। প্রায় সকল কারখানায় উৎপাদন চলছে। তবে আজও ১৬ টি কারখানা বন্ধ রয়েছে, যা গত সপ্তাহের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে।  

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, কারখানা খুলে দিতে আমরা বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি। এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।