ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সড়কের নিরাপত্তায় জেস টায়ার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
সড়কের নিরাপত্তায় জেস টায়ার 

ঢাকা: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেস টায়ার, রাজধানী ঢাকার ২৫ টি গুরত্বপূর্ণ রাস্তার মোড়ে দিনব্যাপী (সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত) জনসচেতনতামূলক কর্যক্রম পরিচালনা করেছে।  

মঙ্গলবার (২২ অক্টোবর) ‘সড়কের নিরাপত্তা আমাদের সকলের সম্মিলিত প্রয়াস’ এই লক্ষ্যকে সামনে রেখে জেস টায়ারের ৩০০ জন কর্মী এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

 

এ সময় নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুন বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে গুরত্বপূর্ণ রাস্তার পয়েন্টগুলোতে জনসাধারণের সামনে তুলে ধরে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন কর্মীরা।   

জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একটি দেশীয় টায়ার ব্র্যান্ড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েক বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।  

মহাখালী রেল গেট, যাত্রাবাড়ী মোড়, শনির আখড়া- চিটাগাং রোড, ফার্মগেট, বনানী চৌরাস্তাসহ রাজধানীর ২৫টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।