ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন সর্বনিম্ন ৪.৭৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়ন সর্বনিম্ন ৪.৭৫ শতাংশ

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিনমাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪.৭৫ শতাংশ বা ১৩ হাজার ২১৫ কোটি টাকার, যা এ যাবত কালের সর্বনিম্ন।

শুধু সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২.১৮ শতাংশ বা ৬ হাজার ৭২ কোটি টাকার।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৩. ৬৭ শতাংশ, যা টাকার অংকে ১০ হাজার ৬৭ কোটি টাকা।

সোমবার (২৮ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ তথ্য জানায়।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরে এডিপি বাস্তায়নের হার ছিল ৭.৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ছিল ৮.৫৫ শতাংশ। ২০২১-২২ সালে এডিপি বাস্তায়নের হার ছিল ৮.২৬ শতাংশ এবং ২০২০-২২ অর্থবছরে এটি বাস্তবায়নের হার ৮.০৬ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা।

এ ব্যাপারে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, নতুন সরকার সব প্রকল্প পর্যালোচনা করছে। যাচাই-বাছাইয়ের পর অনেক অগুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ কারণে এই মুহূর্তে অনেক প্রকল্পে অর্থছাড়ও কম হচ্ছে। তবে আগামীতে এই হার বাড়বে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএমএকে/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।