ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২৫০ কোটি টাকার দু’টি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
২৫০ কোটি টাকার দু’টি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন

ঢাকা: মোট ২৫০ কোটি টাকার দু’টি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ফান্ড দুইটি হলো- সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইর্স্টান ব্যাংক লিমিটেড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।



মঙ্গলবার এসইসি’র কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
 
এ ব্যাপারে এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘কমিশনের আজকের সভায় এ দুই মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন দেওয়া হয়েছে। ’
 
তিনি আরও জানান, সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের আকার হবে ১০০ কোটি টাকার। এর মধ্যে স্পন্সদের জন্য ২৫ কোটি টাকা, প্রিআইপিও প্লেসমেন্ট ২৫ কোটি এবং অবশিষ্ট ৫০ কোটি টাকার আইপিও’র মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।   মিউচ্যুয়াল ফান্ডটির ইস্যু ম্যানেজার হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

এছাড়া ইর্স্টান ব্যাংক লিমিটেড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের আকার ১৫০ কোটি টাকার হবে বলেও জানান আনোয়ারুল কবির ভূঁইয়া।

তিনি জানান, ‘১৫০ কোটি টাকার মধ্যে কোম্পানির স্পন্সরদের জন্য ১৫ কোটি টাকা, প্রিআইপিও প্লেসমেন্ট ৬০ কোটি (এর মধ্যে ৫০ শতাংশ প্রবাসীদের জন্য বরাদ্দ থাকবে) বাদবাকি ৭৫ কোটি টাকা আইপিও’র মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। এ মিউচ্যুয়াল ফান্ডের ইস্যু ম্যানেজার হলো রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট।

উভয় মিউচ্যুয়াল ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা এবং ৫০০ টিতে নির্ধারণ করা হয়েছে মার্কেট লট।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।