ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

একযোগে ১৬ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা ২৯ জুলাই

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
একযোগে ১৬ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা ২৯ জুলাই

ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) পরিচালিত ১৬টি মিউচ্যুয়াল ফান্ডের বোর্ড সভা  আগামী ২৯ জুলাই। এ সভায় মূল আইসিবি ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (এএমসিএল) পরিচালনাধীন ১৬ মিউচ্যুয়াল ফান্ডের ২০০৯-১০ অর্থবছরের লভ্যাংশ একযোগে ঘোষণা করা হবে।


 
আইসিবি-এএমসিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খন্দকার এবং আইসিবি’র জনসংযোগ কর্মকর্তা গোলাম রাব্বানী দুজনেই বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বোর্ড সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লভাংশ ঘোষণার বিষয়টি তারা এড়িয়ে যান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিবি’র অপর এক কর্মকর্তা ১৬ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ একযোগে ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বর্তমানে মূল আইসিবি‘র  ৮টি মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি-এএমসিএল পরিচালনাধীন আটটি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে। এগুলো হচ্ছে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

এই আটটি মিউচুয়াল ফান্ডই পরিচালনা করে মূল আইসিবি।

অন্যদিকে আইসিবি এএমসিএল পরিচালনাধীন বাকি ৮টি ফান্ড হলো, আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি ১ম এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়মেন্ট প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ও প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৩ ঘন্টা ২০ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।