ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাকার মানি লন্ডারিং মামলার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা এবং কাজী রেজাউল হকের বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ৬ মে ধানমন্ডি থানায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
 
সালাউদ্দিন কাদের চৌধুরী ১০ মে এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে আদালত তাকে নিম্ন আদালতে আত্মসর্মপণের আদেশ দেন। পরে সরকারের আবেদনে ২২ জুন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করেন।

মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরী হাইকোর্টে বুধবার রিট আবেদন দায়ের করেন।

বাংলাদেশ সময় ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।