ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসই, সিএসইর ১ লাখ টাকা করে জরিমানা

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
ডিএসই, সিএসইর ১ লাখ টাকা করে জরিমানা

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ১ লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ডিএসইকে নির্দিষ্ট সময়ের আগে শেয়ার লেনদেন শুরু করা এবং বিভিন্ন পদ্ধতিতে সূচক গণনা করার কারনে জরিমানা করা হয়েছে।



সিএসই’র বিরুদ্ধেও নির্দিষ্ট সময়ের আগে শেয়ার লেনদেন করায় জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালেই এ ব্যাপারে উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি পাঠানো হয়।

এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহম্মেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের দুই পুঁজিবাজারকেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ডিএসইর বিরুদ্ধে সুনির্দিষ্ট ২টি অভিযোগ রয়েছে। ’

তিনি জানান, প্রথমটি অভিযোগ ২০০১ সাল থেকে নির্দিষ্ট সময়ের আগে শেয়ার লেনদেন করা। অন্যটি হলো একেক সময় একেক পদ্ধতি অবলম্বন করে সূচক নির্ধারণ করা।

দুটি অভিযোগের সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতে এ জরিমানা ধার্য করা হয়েছে।

সিএসইকে শুধু নির্দিষ্ট সময়ের আগে লেনদেন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেই জানান তিনি।
   
স্টক এক্সচেঞ্জের মতো বড় প্রতিষ্ঠানকে মাত্র ১ লাখ টাকা জরিমানা করা প্রসঙ্গে জানতে চাইলে এসইসি’র নির্বাহী পরিচালক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘টাকার অংকটা বড় নয়। এটি প্রতীকী জরিমানা।   উভয় স্টক এক্সচেঞ্জের ১০ কোটি টাকা জরিমানা দেয়ারও সামর্থ রয়েছে। ’  
এ ব্যাপারে সিএসইর সভাপতি ফকরউদ্দিন আলী আহম্মেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমি এই মাত্র আপনার কাছে বিষয়টি জানলাম। তাই এই মুর্হুতে কিছু বলতে পারছি না। ’
 
ডিএসইর সভাপতি শাকিল রিজভীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, ডিএসই সহসভাপতি নাসির উদ্দিন চোধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্রর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের দু’জনের মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫০ ঘন্টা, ২২ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।