ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আহমেদ কামাল প্রাইম ব্যাংকের এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
আহমেদ কামাল প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী

ঢাকা: আহমেদ কামাল খান চৌধুরী সম্প্রতি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

এর আগে তিনি একই ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে করছিলেন।



২০০৪ সালে প্রাইম ব্যাংকে যোগদানের পর থেকে তিনি ব্যাংকের আর্থিক প্রশাসন বিভাগের প্রধানের পদ ছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ নিরীক্ষণ, ব্যবসায় প্রসারসহ ব্যাংকের আধুনিকীকরণে ভূমিকা রাখছেন।

আহমেদ কামাল খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং এমবিএ (ফিন্যান্স) করেছেন। তিনি ব্যাংকিং পেশায় স্থানীয় এবং বিদেশী বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বর্তমানে রোটারি জেলা-৩২৮১ এর ডেপুটি গভর্নর হিসেবে কাজ করছেন। অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশে বিভিন্ন কোর্স ও সেমিনারে। পড়ালেখা করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।