ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০১৪) ব্যাংকের ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার, এফসিএ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।



ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মো. মতিয়ার রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ডা. মো. রুহুল আমীন, ব্যবসায়ী কুতুবুদ্দিন ও নারী উদ্যোক্তা সোহানা আক্তার। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হুমায়ুন বখতিয়ার তার ভাষণে বলেন, ইসলামী ব্যাংক ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে সম্পদের সুষম বণ্টন ও কল্যাণ ভিত্তিক দরদি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নিছক আর্থিক লাভকে প্রাধান্য না দিয়ে সমাজের সকল মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ণ, উদ্যোক্তা তৈরী, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে।

মোহাম্মদ আবদুল মান্নান তার ভাষণে বলেন, ইসলামের বন্টণমূলক সুবিচারভিত্তিক সুষম অর্থনৈতিক নীতির আলোকে ইসলামী ব্যাংক দারিদ্র বিমোচন, বৈষম্যদূরীকরণ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। মানব কল্যাণ এ ব্যাংকের মূল লক্ষ্য।

একইভাবে শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার ২০ ডিসেম্বর ২০১৪ শনিবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।